৩০ শে ডিসেম্বর : ধনী-গরিব-রাজা-প্রজা সবারই এক ভোট

সিলেট সুরমা ডেস্ক : রাত পোহালেই ভোট।  এই কথাটি হয়তো অনেকবারই আপনারা পড়েছেন।  তবে এর গুরুত্ব কমেনি।  ৩০ শে ডিসেম্বর ২০১৮, রোববার।  বাংলাদেশের ইতিহাসের বেশিরভাগ দিন থেকে একদম আলাদা। যেন এক জাজমেন্ট ডে। রায়ের দিন। গণতন্ত্রে জনগণ তো আসলে একদিনের বাদশাই। ধনী-গরিব-রাজা-প্রজা সবারই এক ভোট।  কী অদ্ভুত সাম্য! অনেকদিন ধরেই ভোট এখানে রীতিমতো উৎসব। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। প্রচারণার রক্তাক্ত অধ্যায় শেষ হয়েছে । এখন চারদিকে নীরবতা, নিস্তব্ধতা। ঢাকা এরই মধ্যে ফাঁকা। মানুষ ছুটছেন গ্রামে। যেন ঈদের ছুটি। তারা যোগ দিতে চান উৎসবে। একাদশ সংসদ নির্বাচন নিয়ে শুরু থেকেই … Continue reading ৩০ শে ডিসেম্বর : ধনী-গরিব-রাজা-প্রজা সবারই এক ভোট